কারও মাস্ক পকেটে, কেউ পরেছেন থুতনিতে
2022-01-13 19:59:45

ঢাকা, জানুয়ারি ১৩: করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ইস্যুতে বাংলাদেশ সরকারের দেওয়া ১১ দফা বিধিনিষেধ কার্যকর হয়েছে বৃহস্পতিবার থেকে।

বিধিনিষেধ বাস্তবায়নে সকাল থেকে মাঠে আছে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি।

দুপুরের দিকে রাজধানীর শাহবাগে ভ্রাম্যমাণ আদালত বসায় ডিএমপি। অভিযানে বেশ কয়েকজন মানুষকে সচেতন করেন সরকারি কর্মকর্তারা।

ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জীব দাস গণমাধ্যমকে বলেন, ‘স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে মানুষজন এখনো অসচেতন। কেউ মাস্ক পরেছেন থুতনিতে, কেউ ম্যাজিস্ট্রেট দেখে পকেট থেকে মাস্ক বের করছেন। এছাড়া অধিকাংশের কাছেই ছিল না মাস্ক। তারা দিয়েছেন নানারকম অজুহাত।

তিনি জানান, ‘অভিযানে বেশ কয়েকজনকে মামলা দেয়া হয়। কয়েকজনকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। ‘পরবর্তীতে মাস্ক পরবে’এ মর্মে নেওয়া হয়েছে মুচলেকাও । অপরাধ বিবেচনায় দেওয়া হয়েছে অর্থদণ্ডও ।

অভি/ সাজিদ