জাতিসংঘের সদস্য ফি না-দেওয়ায় ৮টি দেশের ভোটদানের অধিকার স্থগিত
2022-01-13 10:44:36

জানুয়ারি ১৩: গতকাল (বুধবার) জাতিসংঘ সাধারণ পরিষদের চেয়ারম্যানের মুখপাত্র কুবিয়াক বলেন, জাতিসংঘের ৮টি সদস্য দেশ চাঁদা না-দেওয়ার কারণে ভোটদানের অধিকার হারিয়েছে। এই ৮টি দেশ হল ইরান, সুদান, ভিনেজুয়েলা, অ্যান্টিগুয়া ও বার্বুডা, কঙ্গো প্রজাতন্ত্র, গিনি, পাপুয়া নিউ গিনি এবং ভানুয়াতু।

 

জানা গেছে, জাতিসংঘের সদস্যদেশগুলোর মধ্যে ১১টি দেশ দুই বছরের চাঁদা দেয় নি এবং ৮টি দেশ সাধারণ পরিষদের ভোটদানের সুযোগ হারিয়ে ফেলেছে।

 

এ সম্পর্কে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরহিসের চিঠিতে বলা হয়, বিশেষ বিবেচনায় কোমোরোস,  সাও টোমে এন্ড প্রিন্সিপে এবং সোমালিয়া ২০২২ সালে ভোট দিতে পারবে। বাকি ৮টি দেশ জাতিসংঘের বিধিমালা অনুসারে নির্দিষ্ট পরিমাণ চাঁদা দিয়ে সংশ্লিষ্ট অধিকার পুনরুদ্ধার করতে পারবে।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)