সিনচিয়াং নিয়ে মিথ্যাচার লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে: জাতিসংঘে চীনা প্রতিনিধি
2022-01-13 19:20:27

জানুয়ারি ১৩: জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি গতকাল (বুধবার) ব্রাসেলসে বলেন, অনলাইনে আয়োজিত তথাকথিত ‘উইগুর আদালতের’ রায় চীন প্রত্যাখ্যান করে এবং এ ধরনের অপতত্পরতার তীব্র নিন্দা জানায়। সিনচিয়াং নিয়ে সব ধরনের মিথ্যাচার লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে।

তিনি বলেন, চীন-বিরোধী বিছিন্নতাবাদী সংস্থা বিশ্ব উইগুর কংগ্রেস পশ্চিমা মদদে তথাকথিত ‘উইগুর বিশেষ আদালত’ সৃষ্টি করেছে এবং একে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এ তথাকথিত আদালতের কোনো আইনগত ভিত্তি নেই, কোনো বিশ্বাসযোগ্যতা নেই, গ্রহণযোগ্যতা নেই। এটি কেবল মিথ্যাচার দিয়ে মানুষকে ঠকানোর চেষ্টা করছে। জাতিসংঘের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। (ইয়াং/আলিম/ছাই)