টিকা মজুতের প্রবণতা নিন্দনীয়: চীনা মুখপাত্র
2022-01-13 19:23:31

জানুয়ারি ১৩: সারা বিশ্বে মহামারী নতুন করে ছড়িয়ে পড়ছে। এ অবস্থায় টিকা মজুতের প্রবণতা নৈতিকতাবিরোধী ও নিন্দনীয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

চীনা মুখপাত্র বলেন, মহামারী প্রতিরোধ করা সব দেশের অভিন্ন দায়িত্ব। টিকা এখনও কোভিড-১৯ ভাইরাস প্রতিরোধের প্রধান অস্ত্র। অথচ পরিসংখ্যান অনুযায়ী, নিম্ন আয়ের দেশগুলোর মাত্র ৫ শতাংশ মানুষ এখন পর্যন্ত টিকা পেয়েছে। আফ্রিকার ১৩০ কোটি মানুষের মধ্যে কেবলমাত্র ৭.৫ শতাংশ টিকার আওতায় এসেছে। অথচ যুক্তরাষ্ট্র একাই গত বছরের মার্চ থেকে নভেম্বর পর্যন্ত অন্তত দেড় কোটি টিকা নষ্ট করেছে।

উল্লেখ্য, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেন, পশ্চিমা দেশগুলোর হাতে অতিরিক্ত টিকা আছে। এরপরও দেশগুলো টিকা মজুত করছে। অথচ দরিদ্র দেশগুলোতে টিকার অভাব প্রকট। টিকার মজুত নৈতিকতার দিক দিয়ে নিন্দনীয়। (ইয়াং/আলিম/ছাই)