ন্যাটো-রাশিয়া পরিষদ সম্মেলন ব্রাসেলসে অনুষ্ঠিত
2022-01-13 19:17:20

জানুয়ারি ১৩: ন্যাটো-রাশিয়া পরিষদ সম্মেলন গতকাল (বুধবার) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত হয়। সম্মেলনে রাশিয়া ও ন্যাটোর সম্পর্ক এবং ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু, ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণ প্রশ্নে দু’পক্ষ একমত হতে পারেনি।

প্রায় ৪ ঘন্টা স্থায়ী এ সম্মেলন হলো গত দু’বছরে ন্যাটো-রাশিয়া পরিষদের প্রথম সম্মেলন। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী গ্লুশকো ও উপ-প্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার ফোমিন, ন্যাটোর মহাপরিচালক ইয়েন্স স্টোলটেনবার্গ, মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী উইন্ডি শার্মান এবং ন্যাটোর অন্যান্য সদস্যদেশের প্রতিনিধিরা সম্মেলনে অংশগ্রহণ করেন।

সম্মেলনের পর এক প্রেস ব্রিফিংয়ে গ্লুশকো বলেন, দু’পক্ষ ইউরোপের নিরাপত্তা পরিস্থিতির সাম্প্রতিক অবনতি ও এর কারণ নিয়ে আলোচনা করেছে। সম্মেলনে দু’পক্ষ একে অপরের অবস্থান সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পেয়েছে। রাশিয়া ন্যাটোর সাথে সংলাপ চালিয়ে যাবে এবং অভিন্ন লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবে।

তিনি আরও বলেন, ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণ খোদ ইউরোপের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। ন্যাটোর সামনে ইউরোপের নিরাপত্তাব্যবস্থার উন্নয়নে নির্দিষ্ট প্রস্তাব উপস্থাপন  করেছে রাশিয়া। ন্যাটো যদি এর লিখিত উত্তর দেয়, তাহলে খুব ভাল হয়।

প্রেস ব্রিফিংয়ে ইয়েন্স স্টোলটেনবার্গ বলেন, দু’দেশের মতভেদ দূর করা যায়নি। কিন্তু বৈঠকটি ছিল ইতিবাচক। দু’পক্ষ চাইলে সংলাপ অব্যাহত থাকবে এবং ন্যাটো রাজনৈতিক অগ্রগতি অর্জনের জন্য প্রচেষ্টা চালাবে। (ইয়াং/আলিম/ছাই)