‘জবরদস্তিমূলক কূটনীতি’ যুক্তরাষ্ট্রের চরিত্র
2022-01-13 11:14:37

জানুয়ারি ১৩: সম্প্রতি মার্কিন কর্মকর্তারা পাবলিক অনুষ্ঠানে লিথুয়ানিয়ার প্রতি চীনের আচরণকে পাল্টা ‘জবরদস্তিমূলক কূটনীতি’ হিসেবে উল্লেখ করে। এটা আসলে লিথুয়ানিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন এবং ‘তাইওয়ানের মাধ্যমে চীনকে দমন’ করা ষড়যন্ত্রের অংশ।

বর্তমানে চীন-লিথুয়ানিয়া সম্পর্কে জটিল অবস্থা চলছে। লিথুয়ানিয়া সরকার ‘একচীন নীতি’ লঙ্ঘন করেছে, আন্তর্জাতিক সমাজ এতে ব্যাপক সন্দেহ ও নিন্দা করেছে। এ অবস্থায় চীন নিজের সার্বভৌমত্ব রক্ষায় যে পদক্ষেপ নেয়, যুক্তরাষ্ট্র তাকে ‘জবরদস্তিমূলক কূটনীতির’ লেবেল দিয়েছে। যা ‘চোরের মা’র বড় গলা’ ছাড়া আর কিছুই না।

ইতিহাস থেকে বোঝা যায়, ‘জবরদস্তিমূলক কূটনীতি’ যুক্তরাষ্ট্রের চরিত্র। বহু বছর ধরে যুক্তরাষ্ট্র বার বার বিশ্বে ‘জবরদস্তিমূলক কূটনীতির’ দৃষ্টান্ত রেখেছে।

আধিপত্যবাদের জিন থাকা যুক্তরাষ্ট্রের জন্য ‘জবরদস্তিমূলক কূটনীতি’ অপরিহার্য অস্ত্র। কিন্তু বহুপক্ষবাদ ও উভয়ের উপকার ও কল্যাণ সাধনের বিশ্বে ‘জবরদস্তিমূলক কূটনীতির’ কোনও স্থান নেই এবং তা নিঃসন্দেহে ব্যর্থ হবে।

(প্রেমা/তৌহিদ/শুয়েই)