সিপিসি’র শতবর্ষের ঐতিহাসিক সংগ্রামী অভিজ্ঞতা প্রয়োগ করতে হবে: সি চিন পিং
2022-01-12 10:51:42

জানুয়ারি ১২: গতকাল (মঙ্গলবার) চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পার্টি স্কুলে প্রাদেশিক পর্যায়ের কর্মকর্তাদের বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে সিপিসি’র সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিং জোর দিয়ে বলেন, সিপিসি’র শতবর্ষের ঐতিহাসিক সংগ্রামী অভিজ্ঞতার আলোকে পার্টি গঠনের চেতনা সম্প্রসারণ করে, দেশের দ্বিতীয় শতবর্ষের সংগ্রামী লক্ষ্য বাস্তবায়নে নিরলস চেষ্টা চালাতে হবে।

 

ভাষণে সি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে চীনে মানব ইতিহাসের সবচেয়ে মহান ও বৈশিষ্ট্যময় নব্যতাপ্রবর্তন হয়েছে। সংস্কার ও উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন ঝুঁকি ও চ্যালেঞ্জ, দেশ প্রশাসনের পরীক্ষা ছিল অতুলনীয়। সিপিসি’র উচিত যুগ পরিবর্তনের প্রবণতা ধরে রেখে জনগণের চাহিদাকে গুরুত্ব দিয়ে মৌলিক মার্ক্সবাদ, চীনের বাস্তবতা ও শ্রেষ্ঠ ঐতিহ্যিক সংস্কৃতির সমন্বয়ে মার্ক্সবাদী চীন গঠন করা।

 

তিনি জোর দিয়ে বলেন, শতবর্ষের সংগ্রামে সিপিসি চীনা জনগণের ব্যাপক সমর্থন ও আস্থা পেয়েছে। এর মূল কারণ সাহসের সাথে আত্মউন্নয়ন ও সুন্দরভাবে দেশ প্রশাসন করা। তাই সিপিসি’র সদস্যদের উচিত এই শ্রেষ্ঠ ঐতিহ্য অনুসরণ করে দুর্নীতিদমন ও জনকল্যাণ করা। এতে দেশের আইন বা পার্টির শৃঙ্খলা লঙ্ঘন করা যাবে না।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)