‘ডলারের দাম বাড়ার সম্ভাবনা কম’
2022-01-12 19:38:38

জানুয়ারি ১২: বাজারে ওঠা-নামা করলেও টাকার বিপরীতে ডলারের দাম খুব বেশি বেড়ে যাওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, ‘যেহেতু রপ্তানি বাড়ছে, আমদানিও বাড়ছে। আমদানির জন্য সেখানে ফিন্যান্সিং করা লাগে। তাই মার্কেট ওঠা-নামা করবেই। এ কারণে ডলারের দাম অনেক বেশি বাড়ার সম্ভবনা নেই।’

বাংলাদেশের অর্থমন্ত্রী বলেন, ‘আজকের বৈঠক এর প্রধান লক্ষ্য ছিল, রপ্তানি বাণিজ্যের পরিমাণ নির্ধারণ করা। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত খসড়া নীতিনির্ধারণ করা হয়েছে। এটা অনুমোদনও দেয়া হয়েছে।

বিদ্যমান রপ্তানি বাণিজ্যের যে লক্ষ্যমাত্রা, সেটি ৬০ বিলিয়ন মর্কিন ডলার। এটিকে বৃদ্ধি করে ৮০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নত করা হয়েছে। এর জন্য আনুষঙ্গিক যেসব বিষয় রয়েছে, সেগুলোর জন্য যা যা করা দরকার, সরকার সেদিকে নজর দেবে"।

অভি/ সাজিদ