‘লকডাউন নিয়ে শঙ্কিত ব্যবসায়ী সমাজ’
2022-01-12 19:36:56

জানুয়ারি ১২: সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণ বাড়লেও আবারো লকডাউন না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বুধবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে ‘মিট দ্য রিপোর্টাস’ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো.জসিম উদ্দিন এ আহ্বান জানান।

অনুষ্ঠানে তিনি বলেন, লকডাউনের কারণে ব্যবসার ক্ষতি হচ্ছে। নতুনকরে করোনা সংক্রমণ আবারো বেড়ে যাওয়ায় লক ডাউন নিয়ে ব্যবসায়ী সমাজ শঙ্কিত বলেও জানান তিনি।

গেল বছর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় বাংলাদেশের রপ্তানি বেড়েছে জানিয়ে এ ব্যবসায়ী নেতা বলেন, জিডিপির ৫ দশমিক ৪৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন হয়েছে সব কিছু সচল থাকার কারণে। লক ডাউনের কারণে প্রতিবেশীদেশসহ পৃথিবীর অনেক দেশে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

লক ডাউনের পরিবর্তে টিকা ও স্বাস্থ্য সচেতনতার প্রতি বেশি জোর দিতে সরকারের প্রতি আহ্বান জানান এফবিসিসিআইয়ের সভাপতি।

শান্তা/সাজিদ