চলতি বছর চীনে বিদেশি বিনিয়োগ বাড়ার সম্ভাবনা উজ্জ্বল: রয়টার্স
2022-01-11 19:20:47


জানুয়ারি ১১: বৈশ্বিক অর্থনীতিতে, কোভিড-১৯ মহামারীর কারণে, কিছু অস্থিতিশীল উপাদান রয়েই গেছে। তবে, এতে চীনের বৈদেশিক পুঁজি আকর্ষণের ক্ষমতা দুর্বল হবে না। চলতি বছর চীনে বিদেশি বিনিয়োগ বাড়ার সম্ভাবনা উজ্জ্বল। রয়টার্স সম্প্রতি চীনা ভাষায় প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা উল্লেখ করেছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছর চীনে বিদেশি পুঁজি বাড়বে। বিশেষ করে ব্যবস্থাপনা, নতুন জ্বালানি এবং উচ্চ প্রযুক্তির শিল্পে বিদেশি বিনিয়োগ বাড়বে।

প্রতিবেদনে আরও বলা হয়, চীনা অর্থনীতির মৌলিক ভিত্তি শক্তিশালী। বিশাল বাজার, শিল্পে সরকারি সমর্থন, ভালো অবকাঠামো, ব্যবসার অনুকূল পরিবেশ, ইত্যাদি কারণে চীনে সহজে বিদেশি পুঁজি আকৃষ্ট হয়ে থাকে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)