সিএসআরের ৬০ শতাংশ ব্যয় করতে হবে শিক্ষা ও স্বাস্থ্যখাতে
2022-01-11 19:09:15



জানুয়ারি ১১: ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা তহবিল বা সিএসআরের ৬০ শতাংশ অর্থ খরচ করতে হবে শিক্ষা স্বাস্থ্যখাতে। এমন একটি নীতিমালা প্রণয়ন করেছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের মহাব্যবস্থাপক খোন্দকার মোর্শেদ মিল্লাতের নেতৃত্বে গঠিত একটি কমিটি এই নীতিমালা প্রস্তুত করে। এই নীতিমালা মেনে খরচ না করলে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর টেকসই রেটিংয়ে প্রভাব পড়বে বলে জানানো হয়েছে।

সিএসআর এর সুফল যেন বেশিরভাগ মানুষ পায় সে জন্যই এমন নীতিমালা করা করা হয়েছে বলে জানানো হয়।

নতুন নীতিমালায় বলা হয়েছে, সিএসআর তহবিলের ৩০ শতাংশ শিক্ষায়, ২০ শতাংশ পরিবেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলা বিষয়ক কাজে এবং ৩০ শতাংশ স্বাস্থ্য খাতে খরচ করা যাবে।

নীতিমালায় আরো বলা হয়েছে, কোন খাতে সিএসআরের অর্থ খরচ করা যাবে না। বিশেষ করে শিশুশ্রম আছে এবং সামাজিক মূল্যবোধের জন্য ক্ষতিকর এমন খাতে অর্থ ব্যয় করা যাবে না। আন্তর্জাতিক ক্রীড়া বিনোদন অনুষ্ঠান এবং ব্র্যান্ডিং বিজ্ঞাপনেও সিএসআরের টাকা খরচ করা যাবে না।

সাজিদ রাজু/শান্তা