সংক্রমণ বাড়লেও এখনই বাণিজ্য মেলা বন্ধের কথা ভাবছে না বাণিজ্য মন্ত্রণালয়
2022-01-11 19:06:51

জানুয়ারি ১১: সম্প্রতি বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেলেও এখনি বাণিজ্য মেলা বন্ধ করার কথা ভাবছে না দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। নতুন ঘোষণা না আসা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল লতিফ বকসী।

বাংলাদেশের স্থানীয় গণমাধ্যমকে তিনি জানান, স্বাস্থ্যবিধি মেনে এবার স্টল সংখ্যা কমানো হয়েছে। মেলা বন্ধের বিষয়ে সরকার ঘোষিত প্রজ্ঞাপনে কোনো সিদ্ধান্ত আসলে তখন মেলা বন্ধ হবে বলেও জানান তিনি। আব্দুল লতিফ বকসী বলেন,‘ দর্শনার্থীরা স্বাস্থ্যবিধি মেনে চলছে কি না তা তদারকি করার জন্য মেলা প্রাঙ্গণে আমাদের মনিটরিং টিম আছে। রফতানি উন্নয়ন ব্যুরোর লোকজনকে অফিস আদেশের মাধ্যমে দায়িত্ব দেওয়া হয়েছে তদারকির জন্য।’

 ওমিক্রনসহ দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় আগামী বৃহস্পতিবার থেকে সারা দেশে ১১টি দফা বিধি-নিষেধ কার্যকর করতে যাচ্ছে সরকার। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

তানজিদ/শান্তা