আমেরিকান গণতন্ত্রের ক্রমশ পতন হচ্ছে: ফ্রান্সিস ফুকুইয়ামা
2022-01-11 19:10:50

জানুয়ারি ১১: স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ফ্রিম্যান-স্পোগলি ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের একজন সিনিয়র গবেষক ফ্রান্সিস ফুকুইয়ামা সম্প্রতি নিউইয়র্ক টাইমসের ওয়েবসাইটে প্রকাশিত এক নিবন্ধে বলেন, আমেরিকান ধাঁচের গণতন্ত্রের ক্রমশ পতন ঘটছে।

নিবন্ধে তিনি বলেন, ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলের দাঙ্গা থেকে প্রমাণিত হয়েছে যে, উল্লেখযোগ্য সংখ্যক আমেরিকান দেশের ‘গণতান্ত্রিক’ ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট নয়।

তিনি আরও বলেন, ৬ জানুয়ারি আমেরিকান ‘গণতন্ত্রের’ ওপর একটি বড় আঘাত আসে। রিপাবলিকান পার্টি দাঙ্গাকারীদের পক্ষ নিয়ে পরিস্থিতির আরও অবনতি ঘটায়। গুটিকতক রিপাবলিকান দাঙ্গার বিরুদ্ধে অবস্থান নেওয়ায়, তাদেরকেও একঘরে করা হয়। (ওয়াং হাইমান/আলিম/ছাই)