শ্রীলঙ্কার ঋণসংকটের জন্য চীনের সাথে দেশটির সহযোগিতার সম্পর্ক দায়ী নয়: চীনা মুখপাত্র
2022-01-11 19:06:27

জানুয়ারি ১১: শ্র্রীলঙ্কার বর্তমান ঋণসংকটের জন্য চীনের সাথে দেশটির সহযোগিতার সম্পর্ক কোনো অবস্থাতেই দায়ী নয়। গতকাল (সোমবার) বিকেলে বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

মুখপাত্র বলেন, চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সবেমাত্র শ্রীলঙ্কা সফর শেষ করেছেন। সফরকালে তিনি দু’দেশের বন্ধুত্বের দীর্ঘ ইতিহাসের কথা উল্লেখ করেন।

মুখপাত্র আরও বলেন, চীন শ্রীলঙ্কার মহান বন্ধু। দেশটির অভ্যন্তরীণ বিষয়ে চীন কখনই হস্তক্ষেপ করেনি বা করবে না। চীন বরাবরই বিভিন্ন সংকটে শ্রীলঙ্কার পাশে গিয়ে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও দাঁড়াবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)