চীন উন্নয়নশীল দেশগুলোর পাশে থাকবে: ওয়াং ই
2022-01-11 19:24:43


জানুয়ারি ১১: চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ (মঙ্গলবার) চিয়াংসুর উক্সিতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনাকালে বলেন, তাঁর দেশ সবসময় উন্নয়নশীল এবং ছোট ও মাঝারি দেশগুলোর পাশে থাকবে।

তিনি বলেন, একতরফাবাদ ও সংরক্ষণবাদের এই যুগে, চীন দৃঢ়ভাবে বড় দেশ কর্তৃক ছোট দেশকে হুমকি-ধামকি দেওয়ার সকল প্রবণতার বিরোধিতা করে। চীন বহুপাক্ষিকতার ধারণা মেনে চলে এবং দৃঢ়ভাবে জাতিসংঘের সনদ অনুসরণ করে।  আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচারের স্বার্থে চীন বরাবরের মতোই উন্নয়নশীল এবং ছোট ও মাঝারি দেশগুলোর পাশে দাঁড়াবে।

      ওয়াং ই বলেন, চীন-বাহরাইন সম্পর্ক স্থিতিশীলভাবে বিকশিত হয়েছে ও হচ্ছে এবং দু’দেশের বাস্তব সহযোগিতায়  ইতিবাচক ফলাফলও অর্জিত হয়েছে। উভয় পক্ষ সর্বদা একে অপরকে সমান বলে মানে, সমর্থন করে, এবং শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে বিশ্বাস করে।

ওয়াং ই আরও বলেন, চীন বাহরাইনের দীর্ঘমেয়াদী ও নির্ভরযোগ্য কৌশলগত অংশীদার হতে ইচ্ছুক। দুই পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা ও বন্ধুত্ব গভীরতর করতে এবং দ্বিপাক্ষিক সম্পর্কে ক্রমাগত নতুন অর্থ যোগ করতে ইচ্ছুক চীন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)