চীন সত্যিকারের বন্ধু: নাইজেরীয় বিশেষজ্ঞ
2022-01-11 15:37:22

জানুয়ারি ১১: চীনের চেচিয়াং নর্মল বিশ্ববিদ্যালয়ের আফ্রিকান স্টাডিজ ইনস্টিটিউটের নাইজেরিয়া গবেষণাকেন্দ্রের প্রধান মাইকেল এহিজুলেন বলেছেন, মহামারীর মধ্যেও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বছরের শুরুতে সবার আগে আফ্রিকা সফরে গেলেন। এ থেকে আবাও প্রমাণিত হয়েছে যে, চীন আফ্রিকার সত্যিকারের বন্ধু। তিনি সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-কে দেওয়া এক সাক্ষাত্কারে এ কথা বলেন।

তিনি বলেন, ৩০ বছর ধরে চীন আফ্রিকার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রীরা যথনই আফ্রিকা সফর করেছেন, তখনই ‘উপনিবেশবাদ দমন’, ‘সহযোগিতা’ ও ‘আফ্রিকার উন্নয়ন’ নিয়ে কথা বলেছেন। চীনা নেতৃবৃন্দ সবসময় কথায় ও কাজে এক।

তিনি আরও বলেন, চীনা পররাষ্ট্রমন্ত্রীর সফর ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ বাস্তবায়ন এবং চীন ও আফ্রিকার অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনাকে উজ্জ্বলতর করবে। (ইয়াং/আলিম/ছাই)