যুক্তরাষ্ট্র–রাশিয়া কৌশলগত সংলাপে তেমন কোনো অগ্রগতি নেই
2022-01-11 15:33:56

জানুয়ারি ১১: যুক্তরাষ্ট্র-রাশিয়া কৌশলগত সংলাপ গতকাল (সোমবার) জেনিভায় অনুষ্ঠিত হয়। রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী রিয়াবকভ এবং মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী শ্যার্মান নিজ নিজ দেশের পক্ষে সংলাপে অংশগ্রহণ করেন। কিন্তু সংলাপে তেমন কোনো অগ্রগতি অর্জিত হয়নি।

সংলাপের পর অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে রিয়াবকভ জানান, সংলাপে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হয়েছে। তবে, ন্যাটোর পূর্বাঞ্চলমুখী সম্প্রসারণ বিষয়ে দু’পক্ষের মধ্যে ঐকমত্য হয়নি।

রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া চায় ইউক্রেন ও জর্জিয়া ন্যাটোর সদস্য হওয়া থেকে বিরত থাকুক। এটা রাশিয়ার জাতীয় নিরাপত্তার স্বার্থেই জরুরি। এ বিষয়ে মস্কো কোনো আপোস করবে না।

যুক্তরাষ্ট্রকে সংলাপে আরও দায়িত্বশীল মনোভাবের পরিচয় দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাঁর দেশের ইউক্রেনে আগ্রাসন চালানোর কোনো পরিকল্পনা নেই।

প্রেস ব্রিফিংয়ে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংলাপে রাশিয়ার উত্থাপিত ধারাবাহিক নিরাপত্তা প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। রুশ প্রস্তাবের মধ্যে রয়েছে: ইউক্রেনকে ন্যাটোর সদস্য হিসেবে গ্রহণ না-করা, ইউক্রেনের সাথে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা-সহযোগিতা বন্ধ করা, ইত্যাদি। কিন্তু, এসব প্রস্তাব ন্যাটোর ‘উন্মুক্ততার’ নীতির সাথে সাংঘর্ষিক। (ইয়াং/আলিম/ছাই)