করোনা ঠেকাতে ১১ দফা বিধিনিষেধ, কার্যকর ১৩ জানুয়ারি থেকে
2022-01-11 19:00:57



জানুয়ারি ১১: বাংলাদেশে করোনার উর্ধ্বগতি ঠেকাতে ১১ দফা বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ১৩ জানুয়ারি থেকে কার্যকর হবে সব বিধিনিষেধ।

সোমবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, উন্মুক্ত স্থানে সব ধরনের সামাজিক, রাজনৈতিক ধর্মীয় সভা-সামাবেশ বন্ধ থাকবে। দোকানপাট, শপিংমল, বাজারঘাট, হোটেল-রেস্তোরাঁসহ সব জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক। অন্যথায় আইনানুগ শাস্তি পেতে হবে। রেস্তোরাঁয় বসে খেতে এবং হোটেলে থাকতে টিকার সনদ দেখাতে হবে। ট্রেন, লঞ্চ বাস অর্ধেক যাত্রী নিয়ে চলবে।

১২ বছরের উর্ধ্বে শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের পর টিকার সনদ ছাড়া স্কুলে প্রবেশ করতে দেওয়া হবে না। বিদেশ থেকে আগতদের আবশ্যিকভাবে টিকার সনদ দেখাতে হবে এবং করাতে হবে র‌্যাপিড টেস্ট। বিমান বন্দর, স্থলবন্দর সমুদ্রবন্ধরে স্ক্রিনিং করতে হবে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব বিধিনিষেধ কার্যকর থাকবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

মাহমুদ হাশিম/শান্তা