কাজাখস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওয়াং ই’র ফোনালাপ
2022-01-10 19:05:01


জানুয়ারি ১০: চীনা রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ (সোমবার) কাজাখস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুখতার তালাব্দের সঙ্গে টেলিফোনে কথা বলেন।

এসময় ওয়াং ই বলেন, কাজাখস্তানের কৌশলগত অংশীদার হিসাবে বর্তমান সংকটময় মুহূর্তে দেশটির পাশে থাকবে চীন। দেশটিতে স্থিতিশীলতা বজায় রাখা ও সব ধরনের সহিংসতা বন্ধের প্রচেষ্টাকে সমর্থন করে বেইজিং।

জবাবে কাজাখ পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাজাখস্তানের দুর্দিনে চীনা পররাষ্ট্রমন্ত্রী ফোন করে তাঁর দেশের প্রতি দৃঢ় সমর্থন ও ভ্রাতৃত্ববোধ প্রকাশ করেছেন, যা খুবই প্রশংসনীয়। তিনি এসময় তাঁর দেশের পরিস্থিতি সম্পর্কে চীনা পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।

তিনি জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরে এসেছে। কাজাখস্তানে চীনাসহ সকল বিদেশি শিল্প-প্রতিষ্ঠান ও বিদেশি কর্মীদের নিরাপত্তা দেওয়া হবে এবং বিভিন্ন দেশের সঙ্গে করা সকল চুক্তিকে সম্মান করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)