কাজাখ পরিস্থিতি নিয়ে শীর্ষ সম্মেলনে বসছে সিএসটিও
2022-01-10 11:11:46

জানুয়ারি ১০: আজ (সোমবার) কাজাখস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে যৌথ নিরাপত্তা চুক্তির (সিএসটিও) সদস্যদেশগুলোর নেতৃবৃন্দের এক ভিডিও শীর্ষ সম্মেলন আয়োজন করা হয়েছে।

 

কাজাখস্তানের প্রেসিডেন্ট কার্যালয়ের ওয়েবসাইটে রোববার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল, দখলকৃত প্রশাসনিক ব্যবস্থাপনা আইন প্রয়োগকারী বিভাগের নিয়ন্ত্রণে রয়েছে, জনস্বাস্থ্য ব্যবস্থাপনা ও চিকিত্সা ব্যবস্থাও পুনরুদ্ধার হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কাজাখস্তানের আইন প্রয়োগকারী বিভাগ ও সশস্ত্র বাহিনী দেশের শৃঙ্খলার পুনরুদ্ধারে প্রচেষ্টা চালাচ্ছে এবং দাঙ্গাহাঙ্গামায় জড়িত সন্দেহভাজনদের গ্রেফতার করা হবে।

 

গতকাল যৌথ নিরাপত্তা চুক্তি সংস্থার পালাক্রমিক চেয়ারম্যান ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, সংস্থার শীর্ষ সম্মেলন আজ অনুষ্ঠিত হবে এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্মেলনে উপস্থিত থাকবেন।

 

কাজাখস্তান প্রেসিডেন্ট কার্যালয়ের ওয়েবাইটের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের প্রেসিডেন্ট টোকায়েভ জোর দিয়ে বলেন, সকল বিভাগকে যথাযথ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে দেশের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তা ছাড়া, সরকারি কমিটি গঠন করে দাঙ্গাহাঙ্গামায় ক্ষতিগ্রস্ত এলাকার পুনরুদ্ধারের ঘোষণাও দিয়েছেন তিনি। (সুবর্ণা/এনাম/শুয়ে ফেই ফেই)