কাজাখস্তানের গুরুত্বপূর্ণ সময়ে চীন দৃঢ় সমর্থন দিয়ে যাবে: চীনা মুখপাত্র
2022-01-10 19:44:35

জানুয়ারি ১০: আজ (সোমবার) চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র কাজাখ উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুখতার তালেব্দের সঙ্গে ফোনালাপ প্রসঙ্গে চীনা মুখপাত্র ওয়াং ওয়েন পিন বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, কাজাখস্তানের চিরকালীন সার্বিক কৌশলগত অংশীদার হিসেবে তার গুরুত্বপূর্ণ সময়ে চীন দৃঢ়ভাবে দেশটিকে সমর্থন দিয়ে যাবে।

চীনা মুখপাত্র বলেন, ফোনালাপে চীনা পররাষ্ট্রমন্ত্রী মধ্য-এশিয়ার পরিস্থিতিকে চ্যালেঞ্জিং বলে আখ্যায়িত করেছেন এবং প্রতিবেশী দেশ হিসেবে চীনের প্রত্যাশা ব্যক্ত করেছে। কাজাখস্তানের সঙ্গে আইন প্রণয়ন ও নিরাপত্তা খাতে সহযোগিতা জোরদার করার আগ্রহও প্রকাশ করেছেন ওয়াং ই।  (ইয়াং/আলিম/ছাই)