বেলারুশের প্রেসিডেন্টের সঙ্গে সি চিন পিংয়ের ফোনালাপ
2022-01-10 19:48:47

জানুয়ারি ১০: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং আজ (সোমবার) বিকেলে বেলারুশে প্রেসিডেন্ট আলেকজান্ডার গ্রিগোরিভিচ লুকাশেঙ্কোর সাথে ফোনে আলাপ করেন।

ফোনালাপে চীনা প্রেসিডেন্ট বলেন, চলতি বছর চীন-বেলারুশ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকী। বিগত ৩০ বছরে দু’দেশের সম্পর্ক ফলপ্রসূ হয়েছে। দু’দেশ  ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের আওতায় সহযোগিতা করে যাচ্ছে। দ্বিপাক্ষিক বাণিজ্য ৩০ বছরে ৫০ গুণ বেড়েছে।

তিনি আরও বলেন, নতুন পরিস্থিতিতে দু’দেশের উচিত পরস্পরের কেন্দ্রীয় স্বার্থকে সমর্থন করা। কোনো বিদেশি শক্তির বেলারুশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের বিরোধিতা করে চীন। বেলারুশের নিজের উন্নয়নপথে সামনে এগিয়ে যাওয়াকেও বেইজিং সমর্থন করে।

এসময় লুকাশেঙ্কো বলেন চীনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত করতে ইচ্ছুক তাঁর দেশ। (ইয়াং/আলিম/ছাই)