চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২৫০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে
2022-01-09 18:11:13



জানুয়ারি ৯: ২০২১ সালের ডিসেম্বরের শেষে, চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩২৫০.২ বিলিয়ন মার্কিন ডলার, যা নভেম্বরের শেষের তুলনায় ২৭.৮ বিলিয়ন মার্কিন ডলার বেশি; এক্ষেত্রে প্রবৃদ্ধি ০.৮৬ শতাংশ। চীনের জাতীয় বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা ব্যুরোর গত ৭ জানুয়ারি প্রকাশিত এক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

চায়না মিনশেং ব্যাংকের প্রধান গবেষক ওয়েন পিন এ প্রসঙ্গে বলেন, গত ডিসেম্বরে মার্কিন ডলারের বিনিময় হার সূচক কমেছে এবং বৈশ্বিক বন্ড সূচক কমেছে। বিনিময় হারের রূপান্তর এবং সম্পদের দামের পরিবর্তনের প্রভাবকে বিবেচনায় রাখলে, চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সন্তোষজনক। বর্তমানে যদিও চীনের অর্থনীতি বিভিন্ন চাপের মুখে রয়েছে, তবে দেশের অর্থনৈতিক উন্নতির ভিত্তি আগের মতোই শক্তিশালী আছে। জিডিপি প্রবৃদ্ধি স্থিতিশীল করার জন্য সরকার ধারাবাহিক নীতি গ্রহণ ও বাস্তবায়ন করেছে। অভ্যন্তরীণ ভোগও বাড়ছে। এ অবস্থায় চীনা অর্থনীতি স্থিতিশীল আছে।

চীনের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা ব্যুরোর উপ-মহাপরিচালক ও তথ্য-মুখপাত্র ওয়াং ছুন ইং বলেন, বর্তমানে বিশ্বব্যাপী মহামারী ও বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি জটিল এবং গুরুতর। আন্তর্জাতিক আর্থিক বাজারেও অনেক অস্থির ও অনিশ্চিত উপাদান রয়েছে। তবে, মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সাফল্যের কারণে চীনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সামগ্রিক গতিতে পরিবর্তন ঘটেনি। আর এ কারণেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল আছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)