যৌথভাবে আশা, সমৃদ্ধি ও সুখের পথে হাঁটছে চীন ও মালদ্বীপ: ওয়াং ই
2022-01-09 18:07:29


জানুয়ারি ৯: চীনা রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সম্প্রতি মালেতে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শাহিদের সঙ্গে বৈঠকশেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বলেন, তাঁর দেশ ও মালদ্বীপ যৌথভাবে আশা, সমৃদ্ধি, সুখের পথে হাঁটছে।

ওয়াং ই বলেন, বিগত ৫০ বছরের যৌথ প্রচেষ্টায় চীন ও মালদ্বীপের সম্পর্ক ইতোমধ্যেই একটি দৃষ্টান্তে পরিণত হয়েছে। সার্বিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক অংশীদার হিসেবে চীন মালদ্বীপের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সক্ষমতা বাড়াতে সমর্থন দিয়ে যাচ্ছে। চীনের সহায়তায় ভিলানা আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণকাজ সম্পন্ন হয়েছে; চীন-মালদ্বীপ মৈত্রী সেতু নির্মিত হয়েছে।

তিনি আরও বলেন, চীন মালদ্বীপে ১০ হাজারেরও বেশি বড়িঘর নির্মাণ করেছে, যা হাজার হাজার পরিবারের বসবাসের অবস্থা উন্নত করেছে। চীন ও মালদ্বীপের সামুদ্রিক রেশমপথের যৌথ নির্মাণকাজ দু’দেশের জনগণের যৌথ স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)