সবুজ ও নিম্নকার্বন উন্নয়ন বাস্তবায়ন করতে হবে: চীনের পরিবেশ মন্ত্রণালয়
2022-01-08 18:43:30

জানুয়ারি ৮: সবুজ ও নিম্নকার্বন উন্নয়ন বাস্তবায়ন এবং অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়নের মধ্যে সমন্বয়ের জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। চীনের পরিবেশ মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) আয়োজিত এক সম্মেলনে এ কথা জোর দিয়ে উল্লেখ করেছে।

পরিবেশ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তা সম্মেলনে বলেন, ২০২২ সালে চীনে পরিবেশ উন্নয়নে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য বাস্তবায়ন করতে হবে। এসব লক্ষ্যের মধ্যে রয়েছে: সবুজ ও নিম্নকার্বন সুশৃঙ্খল উন্নয়ন; দূষণ প্রতিরোধ ও মোকাবিলার কঠিন যুদ্ধে জয়ী হওয়া; পরিবেশ রক্ষাকাজের তত্ত্বাবধানব্যবস্থা জোরদার করা; পরিবেশ রক্ষাসংক্রান্ত আইন প্রণয়ন ও ঝুঁকি মোকাবিলা করা; পারমাণবিক শক্তির ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করা; এবং আধুনিক পরিবেশ-প্রশাসনব্যবস্থা দ্রুত গড়ে তোলা।

সম্মেলনে আরও বলা হয়, ‘চতুর্দশ পাঁচসালা পরিকল্পনা’ অনুসারে এসব লক্ষ্য অর্জনের জন্য সংশ্লিষ্ট বিভাগগুলো প্রয়োজনীয় নীতি নির্ধারণ করে তা ধাপে ধাপে বাস্তবায়ন করবে। এ প্রক্রিয়ায় অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশ রক্ষার মধ্যে সমন্বয় থাকতে হবে। (ইয়াং/আলিম/ছাই)