বাংলাদেশে এক বছরে রেল-নৌ ও সড়ক দুর্ঘটনায় নিহত ৫৬৮৯
2022-01-08 16:22:08

জানুয়ারি ৮: বাংলাদেশে ২০২১ সালে সড়ক, নৌ ও রেল দুর্ঘটনা ঘটেছে ৪ হাজার ৯৮৩টি। এইসব দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৬৮৯ জনের। আহত হয়েছে ৫ হাজার ৮০৫জন।

শনিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত নিরাপদ সড়ক চাই সংগঠনের এক অনুষ্ঠানে এ পরিসংখ্যান তুলে ধরেন সংগঠনটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। পরিসংখ্যানে বলা হয়, সড়কপথে ৩ হাজার ৭৯৩টি দুর্ঘটনায় ৪হাজার ২৮৯ জন নিহত হয়েছে। গেল দুই বছরের তুলনায় ২০২১ সালে সারাদেশে সড়ক দুর্ঘটনার পরিমাণ বেড়েছে যদিও কোভিড মহামারীর কারণে প্রায় ৬ মাস জরুরি যানবাহন ছাড়া অন্য যান চলাচল বন্ধ ছিল।

গত বছর সংঘটিত সড়ক দুর্ঘটনার জন্য দায়ী ও কারণ হিসেবে সংগঠনটি জানায়, সড়কে সুষ্ঠু ব্যবস্থাপনা ও মনিটরিংয়ের অভাব, টাস্কফোর্স কর্তৃক প্রদত্ত ১১১টি সুপারিশনামা বাস্তবায়ন না হওয়া, চালকদের মধ্যে প্রতিযোগিতা ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর প্রবণতা, দৈনিক চুক্তিভিত্তিক গাড়ি চালানো, লাইসেন্স ছাড়া চালক নিয়োগ, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব, ট্রাফিক আইন ভঙ্গ করে ওভারটেকিং করা, বিরতি ছাড়াই দীর্ঘসময় ধরে গাড়ি চালানো, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে আইনের প্রয়োগ না থাকা, সড়ক ও মহাসড়কে মোটরসাইকেল ও তিন চাকার গাড়ি বৃদ্ধি ও মহাসড়কের নির্মাণ ত্রুটি।

শান্তা মারিয়া