সিএসটিও’র নেতৃবৃন্দের সঙ্গে কাজাখ পরিস্থিতি নিয়ে পুতিনের ফোনালাপ
2022-01-08 18:43:29


জানুয়ারি ৮: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ৬ ও ৭ জানুয়ারি কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশান (সিএসটিও)-র নেতৃবৃন্দের সঙ্গে টেলিফোনে কাজাখস্তান পরিস্থিতি নিয়ে আলাপ করেন। এসময় তাঁরা সংস্থার কাঠামোয় কাজাখস্তানের পরিস্থিতি স্থিতিশীল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেন।

পুতিন ও কাজাখ প্রেসিডেন্ট কাজাখস্তানে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য সিএসটিও-র কাঠামোয় গৃহীত যৌথ পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি দাঙ্গাকারীরা কাজাখস্তানের অনেক জায়গায় সরকারি স্থাপনাগুলোর ওপর হামলা চালায়। এ অবস্থায় কাজাখ প্রেসিডেন্ট তাঁর দেশে স্বল্প সময়ের জন্য শান্তিরক্ষী মোতায়েন করতে সিএসটিও-কে অনুরোধ জানান। (ওয়াং হাইমান/আলিম/ছাই)