ইউক্রেন সীমান্তে রুশ বাহিনীর সমাবেশ সংঘর্ষের ঝুঁকি বাড়াচ্ছে: ন্যাটো মহাসচিব
2022-01-08 16:15:17

জানুয়ারি ৮: ন্যাটো মহাসচিব ইয়েন্স স্টোলটেনবার্গ গতকাল (শুক্রবার) বলেছেন, রাশিয়া উত্তেজনা প্রশমনের কোনো ব্যবস্থা না-নিয়ে, উল্টো ইউক্রেন সীমান্তে হাজার হাজার রুশ সৈনিক মোতায়েন করছে। এতে এতদঞ্চলে সংঘর্ষের ঝুঁকি আরও বাড়ছে। শুক্রবার ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বিশেষ অনলাইন সম্মেলন তিনি এ কথা বলেন।

সম্মেলনশেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক সমাবেশ ইউরোপের নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ। ন্যাটো এখনও রাশিয়াকে সংলাপে বসতে আহ্বান জানায়।

তিনি আরও বলেন, ইউক্রেনে যে-কোনো ধরনের আগ্রাসন মোকাবিলায় ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীরা একমত হয়েছেন। ন্যাটো বল প্রয়োগ করতে চায় না, তবে প্রয়োজনে তা ব্যবহারের জন্য প্রস্তুত। ন্যাটোর কোনো সদস্যদের ওপর আঘাত, গোটা ন্যাটোর ওপর আঘাত হানার সামিল।

উল্লেখ্য, ইউক্রেন ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বক্তব্যও স্পষ্ট। তিনি বলেছেন, রাশিয়ার পূর্বাঞ্চলে ন্যাটোর আরও সম্প্রসারণ মস্কোর কাছে গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্রের উচিত এ ব্যাপারে রাশিয়াকে প্রতিশ্রুতি দেওয়া। (ইয়াং/আলিম/ছাই)