পরিবহনে অর্ধেক যাত্রী, রাত ৮টার পর সব দোকানপাট বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী
2022-01-08 18:39:42

জানুয়ারি ০৮:  বিশ্বের অনেক দেশে করোনা সংক্রমণ আবারো ভয়াবহভাবে বাড়তে থাকায় বাংলাদেশে এ পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রীবাহী বাস-ট্রেন-লঞ্চসহ সব পরিবহনে অর্ধেক যাত্রী বহন করাসহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। শিগগির এই সিদ্ধান্ত বাস্তবায়নে নির্দেশনা আসবে বলেও জানান তিনি।

 শনিবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী বলেন, সব ধরনের দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। রেস্টুরেন্টে টিকা সনদ ছাড়া প্রবেশ করা যাবে না। সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে জেলা-উপজেলা পর্যায়ের সকল হাসপাতাল ও নার্স-চিকিৎসকরা সেবা দিতে প্রস্তুত রয়েছে। মাস্ক ছাড়া বাইরে গেলেই ভ্রাম্যমাণ আদালত জেল-জরিমানা করবে বলে হুশিয়ারি দেন তিনি।

ঐশী/শান্তা