২০২২ সাল হবে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের এক মাইলফলক:প্রধানমন্ত্রী
2022-01-08 16:17:39

জানুয়ারি ০৮: বর্তমান সরকার যেসব ওয়াদা দিয়েছে তা সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের তিন বছর পূর্তি উপলক্ষে শুক্রবার রাতে জাতির উদ্দেশে ভাষণে এ কথা বলেন তিনি।

অনেক প্রতিবন্ধকতা কাটিয়ে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুর নির্মাণ কাজ শেষের দিকে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বহুল আকাঙ্খিত এ সেতু আগামী জুন মাসে উদ্বোধন করা হবে। এই সেতু জিডিপি-তে ১ দশমিক ২ শতাংশ হারে অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সরকার প্রধান বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে ২০২২ সাল হবে এক মাইলফলক। মেট্রোরেল, কর্ণফুলী টানেল ছাড়াও বৃহৎ প্রকল্পগুলির কাজ পুরোদমে এগিয়ে যাচ্ছে। নারীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে তাদের উৎপাদন এবং সেবামূলক কাজের সঙ্গে সম্পৃক্ত করার ব্যবস্থাও বর্তমান সরকার নিয়েছে বলে জানান শেখ হাসিনা।

 ঐশী/শান্তা