অস্ট্রিয়ার চ্যান্সেলর কোভিডে আক্রান্ত
2022-01-08 18:44:32


জানুয়ারি ৮: কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর খাল নেহামা। গতকাল (শুক্রবার) দেশটির চ্যান্সেলরভবন থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, এখনও চ্যান্সেলরের শরীরে কোনো উপসর্গ দেখা দেয়নি। তিনি নিজ বাসভবনে কোয়ারিন্টিনে আছেন এবং অনলাইনে নিজের রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে যাচ্ছেন।

সরকারের একজন মুখপাত্র জানান, চ্যান্সেলর নেহামা তার নিরাপত্তারক্ষীদের দ্বারা সংক্রমিত হয়ে থাকতে পারেন।

উল্লেখ্য, চ্যান্সেলর নেহামা কোভিড-১৯-এর টিকার বুস্টার ডোজ পর্যন্ত নিয়েছিলেন। তিনি টিকা নেওয়ার জন্য জনগণের প্রতি বার বার আহ্বান জানিয়ে আসছেন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)