২০২০ সালের বিমান দুর্ঘটনা নিয়ে আলোচনায় ইচ্ছুক তেহরান: ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়
2022-01-08 18:41:05


জানুয়ারি ৮: ইরান আবারও ২০২০ সালের বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা প্রকাশ করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা চালাতেও ইচ্ছুক তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) প্রকাশিত এক বিবৃতিতে এ কথা বলেছে।

বিবৃতিতে বলা হয়, তেহরানে বিমান বিধ্বস্ত হওয়ার পর ইরানের সংশ্লিষ্ট বিভাগ সময়মতো দুর্ঘটনার মূল কারণ ব্যাখ্যা করে এবং প্রাসঙ্গিক দায়িত্ব পালন করে। ইরান তাত্ক্ষণিকভাবে দুর্ঘটনার বিচার বিভাগীয় তদন্ত শুরু করে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের উপস্থিতিতে বেশ কয়েকটি আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। কোনো কোনো ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণও দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, কয়েকটি দেশ তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এই দুর্ঘটনাকে ব্যবহার করার প্রচেষ্টা চালায়। কিন্তু তা সত্ত্বেও, ইরান এখনও সেসব দেশের সাথে জাতীয় সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণ আইন ও আন্তর্জাতিক বাধ্যবাধকতাকে সম্মানের ভিত্তিতে, দ্বিপাক্ষিক আলোচনা করতে ইচ্ছুক।

উল্লেখ্য, কানাডা, ব্রিটেন, সুইডেন ও ইউক্রেনের সমন্বয়ে গঠিত ‘আন্তর্জাতিক সমন্বয় ও প্রতিক্রিয়া গ্রুপ’ গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, ইরান ‘আন্তর্জাতিক আইনি দায়িত্ব এড়িয়ে গেছে’ এবং গ্রুপের সাথে আলোচনা করতে অস্বীকার করেছে। এ অবস্থায় গ্রুপ ইরানের সাথে আলোচনার আশা ছেড়ে দিয়েছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)