মহাকাশে নভোচারীদের বিনোদন কীভাবে হয়?
2022-01-07 15:37:08

জানুয়ারি ৭: সম্প্রতি চীনের শেনচৌ ১৩নং নভোচারীর মহাকাশ স্টেশনে মিউজিক শোনার ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করেন নেটিজেনরা।

 

গান শোনা ছাড়াও নভোচারীরা মহাকাশে আর কী কী বিনোদন উপভোগ করতে পারেন? আসলে তাঁরা মোবাইল ফোন বা প্যাডের মাধ্যমে টিভি সিরিজও দেখতে পারেন।

 

দীর্ঘ সময় মহাকাশে থাকা নভোচারীদের মানসিক স্বাস্থ্যের জন্য বিরাট চ্যালেঞ্জ। তাই, তাদের জন্য কিছু বিনোদনের ব্যবস্থা করা, যেমন- চলচ্চিত্র দেখা, গান শোনা ও বই পড়া তাদের স্বাভাবিক মানসিক অবস্থা বজায় রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)