চীন-ইউরোপ মালবাহী ট্রেন ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের বাস্তব প্রতিফলন
2022-01-07 10:13:53

জানুয়ারি ৭: গতকাল (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেছেন, ২০২১ সালে চীন ও ইউরোপের মধ্যে যে মালবাহী ট্রেন চালু হয়েছে, তা নতুন রেকর্ড সৃষ্টি করার পাশাপাশি স্থিতিশীল, নির্ভরযোগ্য ও কার্যকর মালবাহী পরিষেবার  মাধ্যমে বিশ্বের সরবরাহ চেইন নিশ্চিত করেছে। এর মাধ্যমে মহামারী প্রতিরোধ সামগ্রী পাঠানো হয়েছে, যা সারা বিশ্বে ব্যাপক আশাবাদ ও শক্তি সঞ্চার করেছে।

 

চীনা মুখপাত্র ওয়াং বলেন, বর্তমানে চীন ও ইউরোপের ২৩টি দেশের মধ্যে ৭৮টি মালবাহী রেলপথ চালু হয়েছে, যা ১৮০টি শহরে পৌঁছাতে সক্ষম। এসব ট্রেন বিভিন্ন দেশের কোটি কোটি শিল্পপ্রতিষ্ঠানের জন্য সুযোগ ও কল্যাণ বয়ে এনেছে এবং বন্দর অর্থনীতির সমৃদ্ধ উন্নয়ন বাস্তবায়িত করেছে। ফলে ‘এক অঞ্চল, এক পথ’ দেশগুলো চীনের বড় বাজারের সুবিধাও ভোগ করছে।

 

তিনি বলেন, গত বছরের নভেম্বর মাসের শেষ দিক পর্যন্ত এসব মালবাহী ট্রেনের মাধ্যমে ইউরোপে মোট ১০.৩ টন চিকিত্সা সামগ্রী পাঠানো হয়েছে, যা আন্তর্জাতিক মহামারী প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

 

তিনি আরো বলেন, আরো বেশি অংশীদারকে ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগে স্বাগত জানায় বেইজিং, কারণ এটি বিশ্ব অর্থনীতির টেকসই পুনরুদ্ধারে আরো বেশি অবদান রাখতে সক্ষম। (সুবর্ণা/এনাম/রুবি)