পরমাণু অস্ত্রের ব্যবহার রোধে কাজ করবে চীন
2022-01-07 10:52:44

জানুয়ারি ৭: গতকাল (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে বলেন, পাঁচটি পরমাণু শক্তিধর দেশ পরমাণু যুদ্ধ প্রতিরোধ-সংক্রান্ত যৌথ বিবৃতির ভিত্তিতে একে অপরের আগে পরমাণু অস্ত্র ব্যবহার না-করার প্রতিশ্রুতি দেবে এবং এ বিষয়ে আন্তর্জাতিক আইনি উপকরণ স্বাক্ষরের প্রত্যাশা করে চীন।

 

মুখপাত্র বলেন, চীন পাঁচটি পরমাণু অস্ত্রধর দেশের মধ্যে আগে পরমাণু অস্ত্র ব্যবহার না-করার প্রতিশ্রুতি দেয়া একমাত্র দেশ। পরমাণু সংকট হ্রাস ও পরমাণু যুদ্ধ প্রতিরোধে এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।

 

তিনি বলেন, চীন আশা করে, পাঁচটি দেশ আগে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি পরিত্যাগ করবে। সে লক্ষ্যে ইতিবাচক প্রচেষ্টা চালাতে চায় চীন ।

 

(প্রেমা/এনাম/রুবি)