হু’র মন্তব্যে সাড়া দিয়েছেন চীনা মুখপাত্র
2022-01-07 18:51:05

জানুয়ারি ৭: জানুয়ারি ৭: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (শুক্রবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংশ্লিষ্ট মন্তব্য খেয়াল করেছি। দীর্ঘকাল ধরে অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস আয়োজনে যে প্রযুক্তিগত সমর্থন দিয়েছে তার জন্য চীন কৃতজ্ঞ। বেইজিং শীতকালীন অলিম্পিকের চমত্কার প্রস্তুতিমূলক কাজ সর্বজনবিদিত। মহামারী প্রতিরোধের সংশ্লিষ্ট কাজও প্রশংসনীয়। এসব কঠোর ও শক্তিশালী প্রতিরোধমূলক কাজ খেলোয়াড় ও সংশ্লিষ্ট জনগণের স্বাস্থ্য রক্ষা করবে এবং বেইজিং শীতকালীন অলিম্পিক যথাসময় আয়োজন নিশ্চিত করবে বলে মুখপাত্র উল্লেখ করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু’র জরুরি স্বাস্থ্য প্রকল্পের কার্য-নির্বাহী পরিচালক মিশেল রায়ান বলেন, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের মহামারী প্রতিরোধমূলক ব্যবস্থা অনেক কঠোর ও শক্তিশালী। সাম্প্রতিক সপ্তাহে চীনের কিছু অঞ্চলে মহামারী দেখা দিলেও কোনো অতিরিক্ত ঝুঁকি নেই।

 

লিলি/তৌহিদ/শুয়ে