সিনচিয়াং নিয়ে যুক্তরাষ্ট্রের মিথ্যাচার মার্কিনীদের মানবাধিকারের রক্ষকের ভাবমূর্তি নষ্ট করবে: চীনা মুখপাত্র
2022-01-07 10:43:16

জানুয়ারি ৭: সিনচিয়াং নিয়ে যুক্তরাষ্ট্রের মিথ্যাচার দেশটির মানবাধিকারের রক্ষকের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেছেন।

 

জানা গেছে, এক শ্রেণীর মার্কিন রাজনীতিকরা সিনচিয়াং অঞ্চলে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান তেসলার প্রদর্শনী কেন্দ্র স্থাপনের বিরোধিতা করছে।

 

এ প্রসঙ্গে ওয়াং বলেন, যুক্তরাষ্ট্র সিনচিয়াংয়ের ঘটনাকে উপেক্ষা না-করার আহ্বান জানিয়েছে। তাহলে ২০১৮ সালের ডিসেম্বর থেকে ১০০টিরও বেশি দেশ ও অঞ্চলের দু’সহস্রাধিক বিশেষজ্ঞ, সাংবাদিক ও কূটনীতিক সিনচিয়াং সফর করেছেন এবং সেখানকার স্থিতিশীলতা, অর্থনৈতিক সমৃদ্ধি ও জাতিগত সমন্বিত অগ্রগতি প্রত্যক্ষ করেছেন, যুক্তরাষ্ট্র সেগুলোকে উপেক্ষা করছে কেন?

 

ওয়াং আরও বলেন, ফ্রান্স, রাশিয়া, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, জাপান, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকাসহ বেশ কয়েকটি দেশের গণমাধ্যম, বিশেষজ্ঞগণ পৃথক পৃথকভাবে নিবন্ধ প্রকাশ করে কথিত সিনচিয়াংয়ে বাধ্যতামূলক শ্রম ও গণহত্যার অস্তিত্ব থাকার মিথ্যাচার খন্ডন করেছেন। সে মিথ্যাচারের লক্ষ্য মানবাধিকার রক্ষা নয়, বরং চীনকে বাধা দেয়া এবং সিনচিয়াংয়ের সংহতি ও স্থিতিশীল উন্নয়ন ব্যাহত করা বলে তাঁরা সাফ জানিয়েছেন। সেগুলোকে যুক্তরাষ্ট্র উপেক্ষা করছে কেন?

 

ওয়াং আরও বলেন, গত বুধবার ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) ৩৬টি দেশের ৪০জনেরও বেশি স্থায়ী প্রতিনিধি ও কর্মকর্তা ভিডিও’র মাধ্যমে সিন চিয়াংয়ের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক স্থিতিশীলতা ও জাতিগত সংহতি এবং ধর্মীয় সহাবস্থান সম্পর্কে জেনেছেন। তাঁরা সিনচিয়াংয়ের উন্নয়নের প্রশংসা করেছেন।  (রুবি/এনাম/আকাশ)