গণতন্ত্র কোনো রাজনৈতিক কৌশল নয়: সিএমজি সম্পাদকীয়
2022-01-07 20:20:01

জানুয়ারি ৭: গত বছরের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকরা হামলা চালিয়েছিল। এক বছর পার হয়েছে। ঘটনাটি বিদ্রোহ? নাকি নির্বাচনের ন্যায্যতা রক্ষার চেষ্টা, তা নিয়ে নানা মতভেদ আছে।

 

এপি’র জরিপ থেকে জানা গেছে, ৩০ শতাংশ রিপাবলিকান মনে করে, ক্যাপিটল হিলের ঘটনা সহিংসতা নয়। আর ৯০ শতাংশ ডেমোক্র্যাট মনে করে, তা সহিংসতা। একটি দুর্ঘটনা কিন্তু রাজনৈতিক পার্টির আলোচনার বিষয়ে পরিণত হয়েছে, যা মার্কিন স্টাইলের গণতন্ত্রের জন্য লজ্জাজনক।

 

এই ঘটনার এক বছর পর, জনগণ সম্পর্কিত বিভিন্ন বিষয়, যেমন পুলিশ ব্যবস্থার সংস্কার, অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা অচলাবস্থায় পড়েছে। মার্কিন সমাজের পরিচালনা ব্যবস্থা উন্নত হচ্ছে না। অনেকেই উদ্বেগ প্রকাশ করেন যে, যদি দুটি রাজনৈতিক পার্টি বিচ্ছিন্নতার পথে যায়, তাহলে সরকার ব্যবস্থা ভেঙে যাবে। এতে প্রমাণিত হয় যে, যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থা ভোটারদের মৌলিক স্বার্থ নিশ্চিত করতে পারবে না।

গণতন্ত্র কোনও রাজনৈতিক কৌশল নয়, বরং তা জনগণের সমস্যা সমাধানের বিষয় বলে মনে করে সিএমজি সম্পাদকীয়।

(শুয়েই/তৌহিদ)