বিশ্বে চীনা টিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
2022-01-07 19:06:23

জানুয়ারি ৭: বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের উচ্চ পদস্থ উপদেষ্টা ব্রুস অ্যালিওয়ার্ড গতকাল (বৃহস্পতিবার) বলেন, সংস্থাটি সহযোগী অংশীদারের নেতৃত্বে ‘করোনাভাইরাসের টিকা পরিকল্পনার আওতায় ৪৯টি দেশ ও অঞ্চলে ১৮ কোটি ডোজ টিকা দিয়েছে। যা চীনের সিনোফার্ম ও সিনোভ্যাকের টিকা। চীনের টিকা বিশ্বে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

 

এদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাংবাদিক সম্মেলনে অ্যালিওয়ার্ড বলেন, চীনের দু’ধরনের টিকা এই পরিকল্পনার মোট টিকার ২০ শতাংশ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধহানম এদিন  সাংবাদিক সম্মেলনে বলেন, বর্তমান হারে টিকা দেওয়া হলে ২০২২ সালের জুলাই মাসের আগে বিশ্বে ১০৯টি দেশ ও অঞ্চলের ৭০ শতাংশ জনগণকে টিকা দেওয়া যাবে না।

তিনি বলেন, এর প্রধান কারণ হলো বিশ্বে করোনাভাইরাসের টিকা ও স্বাস্থ্য খাতে ভারসাম্যহীনতা রয়েছে। তিনি আবারও বিভিন্ন দেশকে কার্যকরভাবে করোনাভাইরাসের টিকা বিনিময়ের আহ্বান জানান।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)