সিনচিয়াংয়ে টেসলা স্টোর চালু, মার্কিন রাজনীতিকদের বিরোধিতার কারণ: সিএমজি সম্পাদকীয়
2022-01-07 14:30:18

জানুয়ারি ৬: সম্প্রতি চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার স্টোর চালু করায় মার্কিন রাজনীতিকরা অভিযোগ শুরু করেন। এর কারণ ব্যাখ্যা করেছে সিএমজি সম্পাদকীয়।

সম্পাদকীয়তে বলা হয়, বিশ্বের বৈদ্যুতিক গাড়ির বিখ্যাত ব্র্যান্ড হিসেবে, টেসলার এই সিদ্ধান্ত সারা বিশ্বের কাছে সিনচিয়াং-এর প্রকৃত অবস্থা জানার জানালা খুলে দিয়েছে।

টেসলার সিনচিয়াংয়ে স্টোর আবারও প্রমাণ করেছে যে, সিনচিয়াং নিয়ে যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘বাধ্যতামূলক শ্রম প্রতিরোধ  বিল’ একটি মিথ্যাচার। প্রতিষ্ঠানের কাছে ব্যবসায়িক পরিবেশই হলো গুরুত্বপূর্ণ। ২০২১ সালের প্রথম তিন প্রান্তিকে, সিনচিয়াংয়ের জিডিপি’র প্রবৃদ্ধি ছিল ৮.৮ শতাংশ। ২০১৪ সাল থেকে ২০২০ সালে সিনচিয়াংয়ে শ্রমিকের মোট সংখ্যা আগের ১.১ কোটি থেকে বেড়ে দাঁড়িয়েছে ১.৩৫ কোটি। বৃদ্ধি হয়েছে ১৯.৪ শতাংশ। এই সমৃদ্ধ উন্নয়ন বড় প্রতিষ্ঠানকে আকর্ষণ করে।

যুক্তরাষ্ট্রে মানবাধিকার অবস্থা খারাপ। মার্কিন নাগরিকদের প্রাণ রক্ষার নিশ্চয়তা নেই। মার্কিন রাজনীতিকরা এমন অবস্থার মধ্যেও অনেক দূরের সিনচিয়াংয়ের মানবাধিকারের প্রতি অনেক সচেতন, যা নিছক কপট আচরণ।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)