যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে দাঙ্গার এক বছর পূর্তিতে বাইডেনের ভাষণ
2022-01-07 18:48:00

জানুয়ারি ৭: যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে হামলার এক বছর পূর্তিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক ভাষণ দিয়েছেন। এতে  যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিন্দা করেন তিনি। এমন দুর্ঘটনার পুনরাবৃত্তির বিষয়ে সতর্ক করেন বাইডেন।

এদিন কংগ্রেসে দেওয়া ভাষণে বাইডেন বলেন, ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প ধারাবাহিক মিথ্যাচার করেছেন। পরাজিত হওয়ার পর ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন। নিজের স্বার্থকে গুরুত্ব দিয়ে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক নীতি, জাতীয় স্বার্থ ও সংবিধানের চেতনা উপেক্ষা করার জন্য ট্রাম্পের প্রতি নিন্দা করেন বাইডেন।

ওই হামলা প্রসঙ্গে বাইডেন বলেন, ট্রাম্প সমর্থকরা বিদ্রোহের মাধ্যমে মার্কিন ইতিহাস পরিবর্তনের চেষ্টা করছিল, আর প্রেসিডেন্ট ট্রাম্প পিছনে বসে দেখছিলেন। ফলে দুর্বৃত্তরা কংগ্রেস ভবন ঘেরাও করেছিলো, পুলিশের ওপর হামলা করেছিলো এবং সংসদের সদস্যদের জীবনের ওপর হুমকি সৃষ্টি করেছিলো।

তবে, ট্রাম্প পাল্টা এক বিবৃতি দেন। তিনি বলেন, এক বছরে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সরে আসায় হাঙ্গামা বেড়েছে, সীমান্তে অভিবাসী সংকট বেড়েছে, দেশে মহামারী নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং মুদ্রাস্ফীতিসহ বিভিন্ন ঘটনায় প্রমাণিত হয়েছে যে, প্রেসিডেন্ট হিসেবে বাইডেন অযোগ্য।

এদিন মার্কিন সংসদের সিনেট ও প্রতিনিধি পরিষদে স্মরণসভার আয়োজন করা হয়।

(লিলি/তৌহিদ/শুয়ে)