উত্তর কোরিয়া একটি হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে
2022-01-06 17:20:11

জানুয়ারি ৬: উত্তর কোরিয়ার কেন্দ্রীয় বার্তা সংস্থা আজ (বৃহস্পতিবার) জানায় যে, উত্তর কোরিয়া গতকাল (বুধবার) একটি হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে।

জানা গেছে, উত্তর কোরিয়ান একাডেমি অফ ডিফেন্স সায়েন্সেসের উদ্যোগে সদ্য উদ্ভাবিত এই ক্ষেপণাস্ত্রটি ৭০০ কিলোমিটার উড়েছিল এবং সফলভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। তা ছাড়া, ঠান্ডা আবহাওয়ায় ক্ষেপণাস্ত্র জ্বালানি ব্যবস্থার নির্ভরযোগ্যতা যাচাই করা হয়েছে।

 

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ক্রমাগত সফল উৎক্ষেপণ ‘জাতীয় কৌশলগত সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ জোরদার করার ক্ষেত্রে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে বার্তাসংস্থা উল্লেখ করেছে।

গত বছরের ২৮ সেপ্টেম্বর উত্তর কোরিয়া সফলভাবে ‘হওয়াসোং-৮’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর দ্বিতীয়বার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো।

দক্ষিণ কোরিয়া বুধবার জানায় যে, উত্তর কোরিয়া এদিন কোরীয় উপদ্বীপের পূর্ব জলরাশিতে অজ্ঞাত বিকিরণ নিক্ষেপ করেছে।

(লি/তৌহিদ/শুয়ে)