নববর্ষের ভাষণে প্রেসিডেন্ট সি’র মূল্যবোধের প্রতিফলন দেখছেন মালির বিশেষজ্ঞ
2022-01-06 11:44:16

জানুয়ারি ৬: ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং’র দেওয়া ভাষণে চীনা জনগণ ও বিশ্বের প্রতি তাঁর মূল্যবোধ প্রতিফলিত হয়েছে। মালির আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও চেচিয়াং প্রদেশের নর্মাল বিশ্ববিদ্যালয়ের আফ্রিকা-বিষয়ক একাডেমির ফরাসি ভাষার দেশগুলো-সম্পর্কিত গবেষণালয়ের পরিচালক ইয়োরো ডিয়ালো সম্প্রতি এ কথা বলেছেন।

 

চায়না মিডিয়া গ্রুপকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং তাঁর নববর্ষের ভাষণে ‘তাত্পর্য’ শব্দটি দিয়ে ২০২১ সালের সারসংক্ষেপ করেছেন। বছরটি আসলে চীন ও চীনের কমিউনিস্ট পার্টির জন্য খুবই তাত্পর্যপূর্ণ। কারণ এ বছরে চীন সার্বিকভাবে সচ্ছল সমাজ গঠন করেছে এবং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) প্রতিষ্ঠার শততম বার্ষিকী উদযাপন করেছে।

 

তিনি বলেন, দ্বিতীয় শত বছরের নতুন যাত্রাও শুরু করেছে চীন। বিদায়ী বছরে মহামারির চ্যালেঞ্জের মুখে সিপিসি’র নেতৃত্বে চীনা জনগণ জাতীয় পুনরুত্থানের পথে তাদের দৃঢ় প্রতিজ্ঞা প্রদর্শন করেছে।

তিনি আরও বলেন, নববর্ষের ভাষণে প্রেসিডেন্ট সি চিন পিং জনগণকে গুরুত্বারোপ করেছেন। প্রতিটি জনগণের খোঁজখবর নিয়েছেন সি চিন পিং। জনগণের সাথে সি’র কথাবার্তায় অভিভূত হন মালির এই বিশেষজ্ঞ। (রুবি/এনাম/আকাশ)