যুক্তরাষ্ট্রের নিজের গণতান্ত্রিক বিশৃঙ্খলা আমলে নেওয়া উচিত্: চীনা মুখপাত্র
2022-01-06 18:50:57

জানুয়ারি ৬: ‘যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে হামলার’ বিষয়ে দেশটির গণতান্ত্রিক বিশৃঙ্খলা নিয়ে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন।

তিনি আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, গণতন্ত্র হলো মানবজাতির অভিন্ন বিষয়; এটি রাজনৈতিক কারসাজির হাতিয়ার নয়। যুক্তরাষ্ট্রের ঔদ্ধত্য এবং কুসংস্কার দূরে সরিয়ে রাখা, স্বার্থপরতা ত্যাগ করা এবং নিজের ‘গণতন্ত্রের ঘাটতি’ মোকাবিলা করা উচিত্।

 

মুখপাত্র বলেন, এক বছর আগে যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে হামলার ঘটনা সারা বিশ্বে আলোড়ন তৈরি করেছে। সম্প্রতি দেশটির জরিপে দেখা গেছে, ৬৪ শতাংশ মার্কিনী মনে করেন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সংকটে পড়েছে।

আফগানিস্তান থেকে মার্কিন বাহিনীর দ্রুত সরে যাওয়া অন্যদের ওপর মার্কিন স্টাইলের গণতন্ত্র জোর করে চাপানোর নেতিবাচক পরিণতি উদ্ঘাটন করে দিয়েছে ও তার ত্রুটি উন্মোচিত হয়েছে।

তবে, যুক্তরাষ্ট্র এ থেকে শিক্ষা নেয় নি; বরং তথাকথিত ‘গণতন্ত্র শীর্ষসম্মেলন’ আয়োজন করেছে। যা আন্তর্জাতিক সমাজের কাছে হাসির বিষয়ে পরিণত হয়েছে। (লিলি/তৌহিদ/শুয়েই)