কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৩০তম বার্ষিকীতে দু’দেশের প্রধানমন্ত্রীদ্বয়ের অভিনন্দনবার্তা বিনিময়
2022-01-06 17:20:54

জানুয়ারি ৬: সম্প্রতি চীন ও উজবেকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৩০তম বার্ষিকীতে চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং এবং সেদেশের প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আরিপোভ একে-অপরকে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন।

অভিনন্দন বার্তায় লি খ্য ছিয়াং বলেন, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৩০ বছরে নেতাদ্বয়ের কৌশলগত নেতৃত্ব ও প্রচেষ্টায় চীন ও উজবেকিস্তানের সম্পর্ক বরাবরই উচ্চ পর্যায়ে রয়েছে। দু’দেশের সম্পর্ক নতুন দৃষ্টান্ত তৈরি করেছে। চীন সরকার উজবেকিস্তানের সঙ্গে সম্পর্কের ওপর গুরুত্ব দেয়। প্রধানমন্ত্রী আরিপোভের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৩০তম বার্ষিকীকে কাজে লাগিয়ে নেতাদ্বয়ের সম্পাদিত গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করতে, চীন ও উজবেকিস্তানের সহযোগিতা এগিয়ে নিতে এবং দু’দেশ ও দু’দেশের জনগণের কল্যাণ সৃষ্টি করতে চান প্রধানমন্ত্রী লি।

(লিলি/তৌহিদ)