ইরাকে বিদেশি বহুজাতিক বাহিনীর মিশনের সমাপ্তি
2022-01-06 10:28:26

জানুয়ারি ৬: গতকাল (বুধবার) ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা কাদেমী আবারও জোর দিয়ে বলেছেন, বিদেশি বহুজাতিক বাহিনীর কাছ থেকে যুদ্ধ শেষে দেশটির সামরিক বাহিনী সকল সামরিক ঘাঁটির ভার গ্রহণ করেছে।


এ দিন তাঁর তথ্য কার্যালয় প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, এ দিন অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি আরো বলেন, বর্তমানে কিছু বিদেশি বাহিনীর উপদেষ্টা ইরাকে থেকে দেশটির নিরাপত্তা বাহিনীকে সমর্থন দিচ্ছেন।


গত ২৯ ডিসেম্বর তিনি ঘোষণা করেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্ব চরমপন্থী ‘আইএস’কে দমনকারী  বিদেশি বহুজাতিক বাহিনীর মিশন শেষে সংশ্লিষ্ট ব্যক্তি ও সরঞ্জাম ইরাক ত্যাগ করছে। 


(প্রেমা/এনাম/রুবি)