চীনকে হেয় করা এবং যুক্তরাষ্ট্রের প্রশংসা করা আসলে বৈষম্যবাদের প্রতিফলন: স্প্যানিশ পত্রিকা
2022-01-06 18:02:53

জানুয়ারি ৬: স্পেনের ‘রিবেলিয়ন’ পত্রিকার ওয়েবসাইট ১ জানুয়ারি ‘কেন পশ্চিমা দেশ চীনের সুপার বড় দেশের অবস্থান গ্রহণ করতে চায় না’ নামে প্রবন্ধ প্রকাশ করেছে।

প্রবন্ধে বলা হয়, অনেকেই ভুলভাবে মনে করে যে, চীন বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক দেশ এবং উত্পাদনকারী দেশ হিসেবে, তার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রভাব অর্থনৈতিক প্রভাব থেকে এসেছে। তবে বেইজিং মনে করে, রাজনৈতিক অবস্থান অর্জনে অন্য দেশে আগ্রাসন করার প্রয়োজন নেই।

 

পশ্চিমা দেশের ধারণা, তাদের নির্ধারিত কর্মকাণ্ডের বাইরে যে কোনো দেশ কিছু করলে, সেসব দেশকে তারা হুমকি হবে। তবে, সংস্কার ও উন্মুক্তকরণ নীতি চালু হওয়ার পর চীনা অর্থনীতির দ্রুত উন্নতি হয়েছে, তবে চীনকে ‘হুমকি’ হিসেবে বিবেচনা হয় নি। কারণ চীনের অর্থনৈতিক উন্নয়ন এশিয়া ও বিশ্বের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হয়েছে।

প্রবন্ধে বলা হয়, চীনকে হেয় করা এবং যুক্তরাষ্ট্রের প্রশংসা করা আসলে বৈষম্যবাদের প্রতিফলন, তা একদম ভুল।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)