জাপানি পোশাক প্রতিষ্ঠান চীন-যুক্তরাষ্ট্র ইস্যুতে নিরপেক্ষ থাকবে
2022-01-06 18:01:41

জানুয়ারি ৬: জাপানের ‘নিকি এশিয়ান রিভিউ’ ওয়েবসাইট সম্প্রতি প্রকাশ করেছে যে, জাপানি পোশাক চেইন প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানির সিইও তাদাশি ইয়ানাই বলেছেন, কোম্পানি আওতাধীন ইউনিক্লো ব্রান্ড যুক্তরাষ্ট্র ও চীনের উত্তেজনাময় সম্পর্ক ইস্যুতে নিরপেক্ষ থাকবে। কোনও পক্ষ অবলম্বন করবে না।

তাদাশি ইয়ানাই ইউনিক্লো সিনচিয়াংয়ের তুলা ব্যবহার করে কি না- এ বিষয়ে মন্তব্য করতে রাজি হন নি। তিনি বলেছেন, এর কারণ হল- তিনি চীন ও যুক্তরাষ্ট্রের বিষয়ে নিরপেক্ষ থাকতে চান। যুক্তরাষ্ট্র তার প্রতিষ্ঠানকে তাদের পক্ষে থাকার জন্য বল প্রয়োগ করছে। কিন্তু তিনি এই ‘খেলায়’ অংশ নেবেন না।

তিনি আরও বলেন, আগে যুক্তরাষ্ট্র চীনের মতো জাপানেরও বিরোধিতা করছিল। যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বীকে এভাবেই জবাব দেয়।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)