তিব্বতি জনগণের জীবিকা সম্পর্কিত বিভিন্ন খাতে বরাদ্দ বাড়ানো হবে
2022-01-05 19:10:11

জানুয়ারি ৫: চীনের চতুর্দশ পাঁচসালা পরিকল্পনাকালে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল ৬০১.৫ বিলিয়ন ইউয়ান বরাদ্দ দেবে, যা ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনার চেয়ে ৫৮ শতাংশ বেশি।

সম্প্রতি তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের একাদশ গণকংগ্রেসের সম্মেলনের পঞ্চম অধিবেশন থেকে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, এসব বরাদ্দ প্রধানত জনগণের জীবিকা উন্নয়ন, অবকাঠামো, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, তৃণমূল পর্যায়ের পরিচালনা এবং সমাজ পরিচালনার সামর্থ্য নির্মাণ, বৈশিষ্ট্যময় শিল্পের উন্নয়নসহ বিভিন্ন খাতে ব্যয় করা হবে। যাতে তিব্বতের অর্থনীতি ও সমাজের উচ্চ মানের উন্নয়ন জোরদার করা যায়।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)