চীন ও কিরগিজ প্রেসিডেন্টের অভিনন্দনবার্তা বিনিময়
2022-01-05 10:47:03

জানুয়ারি ৫: আজ (বুধবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির নুরগোজোভিচ জাপারভের সঙ্গে অভিনন্দনবার্তা বিনিময় করে দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকী উদযাপন করেন।


সি চিন পিং বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩০ বছরে দু’দেশ সবসময় পারস্পরিক সম্মান, সমান ও পারস্পরিক কল্যাণের মৌলিক নীতি পোষণ করে, দু’দেশের সম্পর্ককে এগিয়ে নিয়েছে। 


তিনি বলেন,  সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্কের নতুন উচ্চতায় পৌঁছে, আন্তর্জাতিক সমাজে নতুন আন্তর্জাতিক সম্পর্ক গঠনের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছে দুই দেশ। দু’দেশের সম্পর্কের উন্নয়ন শুধু দু’দেশ ও দু’দেশের জনগণের জন্য কল্যাণ সৃষ্টি করেছে-তা নয়, বরং মধ্য-এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা ত্বরান্বিত করায় অবদান রাখছে।


জাপারভ বলেন, দু’দেশের বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। চীন সরকার তাঁর দেশকে কার্যকরভাবে মহামারী ও এর প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ সমর্থন দেয়। 


কিরগিজস্থান চীনের সঙ্গে অধিকতরভাবে সম্পর্ক গভীরতর করা, এবং দ্বিপাক্ষিক সহযোগিতা সুসংহত ও সম্প্রসারণ করতে ইচ্ছুক বলেও জানান তিনি।


(প্রেমা/এনাম/রুবি)